এইবার বন্ধ হোক বৃথা কলরব
পাখিরাও থামিয়েছে তাদের কূজন
লজ্জা শরমের মাথা খাও দয়া করে
শামিল হয়েছ কত জ্ঞানী গুণী জন।


জিজ্ঞাসা যদি আজ করে
কাজে কেন দেখতে পাইনে মঞ্চের ভাষা
প্রতিশ্রুতিগুলো কেন হল গর্ভপাত
জাগিয়ে, তোমরা কেন কেঁড়ে নিলে আশা।


বলো দেখি বুকে হাত রেখে
এত প্রতারণা  করতে কি বিবেকে বাধে না
আরও কত হলে হবে ক্ষুধা প্রশমন
বল দেখি কবে শেষ হবে বঞ্চনা।


এই ভাবে চিরকাল চলবে না জেনো
এখনও সময় আছে হও হুশিয়ার
ভেসে আসে সমুদ্রের গর্জনে বিপ্লব
জেনো সব বৃথা বন্দোবস্ত সুরক্ষার।


যে আজ প্রতিপালিত হচ্ছে মাতৃগর্ভে
তার কথা ভেবে কর কিছু আয়োজন
বিবেক ফিরে পাক তার গণতান্ত্রিক অধিকার
সবাই মেনেছে তার বড় প্রয়োজন।