হোলির আগমনে শেষ হল আজ দীর্ঘ প্রতীক্ষার
রঙেতে রঙীন হবে সব মন হয়ে যাবে একাকার।
রঙের বন্যা নিয়ে আসে হোলি মন হয় মাতোয়ারা
নেচে উঠে মন হোলির আহ্বানে বলে উঠে ছরারারা.....
সইছে না দেরি ওরে সখা সখী সময় যে বয়ে যায়
আয় খেলি হোলি সবাই মিলে শিগ্গির ছুটে আয়।
দেখ হাতে রঙ ভরা পিচকারি মারব সবার গায়
খুশির জগতে চল যাই ভেসে আজ রঙ বন্যায়।
রঙের খেলায় হই মাতোয়ারা রঙীন হোক সব মন
মনের ভিতরে আছে ব্রজভূমি রয়েছে বৃন্দাবন।
আজ হোলি হ্যায় বলে সকলে করে কত কোলাহল
রঙ খেলা দূর করে দেয় মনে আছে যত হলাহল।
কাল হয়েছে হোলিকা দহন আজকে হোলি খেলা
কোথায় আছে মন মাতানোর এমন রঙের মেলা।
আজকে হোলি উড়ছে দেখ ফাগ আবীরের রঙ
খেলো হোলি চাওনা যারা মনে ধরুক জঙ।
গোপীরা সব হয়েছে জড়ো রঙের থালা হাতে
রঙ খেলাতে ভাগ করে নাও মনটা সবার সাথে।
যাও ভুলে আজ সব ভেদাভেদ বল সবাই হোলি
রঙ মেখে আজ ফুটে উঠুক না ফোটা সব কলি।