এদেশ আমার এদেশ তোমার
এদেশ সবার কি না?
তাই যদিও, হচ্ছে না তো
সহজ সবার জীনা।


উচিত কি নয় সবার তরে
একই আইন হওয়া
বাস্তবেতে হয় তা কোথায়
মুখেই শুধু কওয়া।


দীন দরিদ্র মানুষ যারা
মর্যাদা পায় পশুর
তাদের দশার কারণ শোষণ
নয়তো তাদের কসুর।


অসুর দেবতার যুগ তো
শেষ হয়েছে কবে
আজও কেন একই প্রথা
প্রচলিত তবে?


জবাব তৈরি রেখো তোমরা
উঁঁচুতলার মানুষগুলো
চড়বে না ভেবো না মাথায়
পায়ের তলার ধুলো।