কি যেন একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম
মনে করতে করতে এসেছি তোমার কাছে
কথাটা বলার বড় দরকার ছিল
কি করে কথাটা যেন বেমালুম ভুলে গেলাম।


শূন্যে হাতড়ে কেউ কিছু পেয়েছে শুনিনি কভু
হাতড়ে হাতের নখগুলো হল ভোঁতা
অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে ক্লান্ত হয়েছে সভ্যতা
রাস্তা দেখিয়ে দাও তুমি আজ প্রভু।


ভেসে যেতে দেখি চারিদিক আজ হাজারও ইস্তেহার
ভূমিধসে সমাধিস্থ হয়েছে অনেক পথ
এপারে ত্রাহি ত্রাহি, ওপারে দাড়িয়ে পুষ্পকরথ
জীবন এমন হবে বিপন্ন ভাবিনি একটিবার।


হামাগুড়ি দিতে দিতে প্রান হাতে করে তোমার কাছেতে এলাম
সাইরেন বেজে উঠে তাড়া দেয় সংগ্রাম তরে
অসতর্কতার সুযোগে সন্ত্রাস প্রবেশ করেছে ঘরে
বেঁচে থাকার জন্য সারাটা জীবন যুদ্ধ কৌশল শিখে গেলাম।