মাগো তুমি এবার জেগে ওঠো
এসে গেছে আমাদের স্টেশন
সবাই চলে যাচ্ছে যে যার বাড়ি
বল না মা আমরা যাব কখন?
মাগো আমরা এসে গেছি দেশে
দেখ এসে গেছে মুজফফরপুর
এমন সময় ঘুমোতে হয় নাকি
বাড়ি এখন নয় তো অনেকদূর।
চুপ করে মা আছ কেন তুমি
কেন সাড়া দিচ্ছ না মা আর
আমরা এসে গেছি বাড়ির কাছে
উঠে বাড়ি চলো মা এইবার।
আমার উপর রাগ করে মা তুমি
রয়েছ কি চুপ করে এইভাবে
করব না আর দুষ্টুমি কক্ষনো
থাকব দেখো বলবে যেমনভাবে।
তুমি তো মা কক্ষনো এইভাবে
রাগ করে থাকনি আমার পরে
মুন্নি বলে ডাকবে না আর নাকি
নেবে না আর কোলে আদর করে।
ক'দিন দানা যায়নি তোমার পেটে
খাইয়েছিলে আমাকে, না খেয়ে
বুকে চেপে ধরেছিলে আমায়
বলেছিলে আমার সোনা মেয়ে।
কতদিন আর না খেয়ে যায় থাকা
খিদের জ্বালায় মরতে হল পুড়ে
রাষ্ট্রের নেই দায় একটুও নাকি
দিল না এক টুকরো রুটি ছুঁড়ে।
পরিযায়ী শ্রমিক ছিলে তুমি
এটাই ছিল তোমার অপরাধ
ভেবেছিলে বাঁচবে এসে দেশে
মিটল না এইটুকু মনের সাধ।
অতশত বুঝি না তো আমি
জেগে ওঠো মাগো শুধু চাই
আমায় ভালবাসবে কে মা বলো
তুমি ছাড়া আমার যে কেউ নাই।