চারিদিকে জলময় করেছে শ্রাবণ
ঘর বাড়ি ছেড়ে যেতে নাহি চায় মন।
নিরুপায় হয়ে গৃহ ছেড়ে যেতে হয়
উঠান, তুলসীতলা সব পড়ে রয়।
ধলা গাই খুঁটো ছিড়ে কোথা গেছে চলে
মুরগী উড়েছে, হাঁস গেছে ভেসে জলে।
ঘর ছেড়ে এসেছি শুধু বাঁচবার তরে
ডাঙায় এসে তাদেরকে খুব মনে পড়ে।
ছিল যত ক্লেদ গেছে প্লাবনেতে ভেসে
ধুয়ে দিল নিমেষেতে বাঁধ ভেঙে এসে।
যত দূরে চোখ যায় জল শুধু জল
মাতাল হয়েছে স্রোত বহিছে প্রবল।
সব বাঁধ ভেঙে মিলেমিশে একাকার
জল তলে ডুবে গেছে আল সীমানার।