জওয়ানের দেহ ঘরে ফিরে এল কফিনবন্দি হয়ে
দুমাসের ছুটি নিয়ে সে আসার কথা গিয়েছিল কয়ে।
সে আসবে ফিরে এত তাড়াতাড়ি সে কথা ভাবেনি কেউ
জওয়ানের অযাচিত আগমন জনসমুদ্রে তোলে ঢেউ।
নিথর দেহ ফিরে এল তার ছুটি নিয়ে চিরতরে
মহান দায়িত্ব পালন করে সে ফিরে এসেছে ঘরে।
শত্রুর বুলেটে হয়েছে বিদ্ধ দেশকে রক্ষা করেছে
ভারত মাতার সম্মান রেখে সে হাসি মুখে মরেছে।
শত্রুর অনুপ্রবেশ রুখেছে জওয়ান প্রাণের পরোয়া করেনি
শোকে উন্মাদ অর্ধাঙ্গিনী বলে, "বেঁচে আছে সে মরেনি।
জওয়ান মরলে দেশের রক্ষা থাকে কি কখনো আর
জওয়ান মরে না দেশের জন্য তারা জন্মায় বার বার"।