কল্পনা তুমি আছ বলে পারি কত কিছুই না করতে
নাগাল থেকে যা বহুদুরে তাও পারি সহজেই ধরতে।


সারাটি জীবন হিসাবের শেষে ফলাফল দেখি শূন্য
পাপের হিসাব খাতায় লিখিনি লিখেছি শুধুই পুণ্য।


জীবনের তাতে কি আসে যায় নদীর মত সে চলে
মোহনায় গিয়ে একদিন মিশে যাবে সাগরের জলে।


আবছা মেঘের আড়ালে চাঁদনী হাতছানি দিয়ে ডাকে
জানিনে কাঙাল হয়েও যে প্রাণ সঁপেছি কখন তাকে।


সাগরের ঢেউ নেচে নেচে আসে বেলাভূমি ডাকে তাই
কল্পনা, নতুন পৃথিবী গড়ার জন্য তোমাকে চাই।


সবুজ ঘাসের গালিচায় দেখি ঢেকে গেছে মরুভূমি
অসাধ্য সাধন করার ক্ষমতা, কল্পনা,রাখ তুমি।