কাগজ কুড়োয় যে ছেলেটা
সরাল যেই জঞ্জাল
হি হি করে উঠল হেসে
মানুষের এক কঙ্কাল।


কঙ্কালটা হাত ধরে তার
করল শুরু নৃত্য
বলল, তুমি ছাড়া আমার
করবে কে শেষকৃত্য।


মেয়ে ছিলাম সেটাই আমার
হয়েছিল কাল
সখ মিটিয়ে ভাগাড়ে ছুঁড়ে
ফেলে দিল জঞ্জাল।


শরীরে ছিল মাংস যত
করল ওরা পাচার
আমার মনে ইচ্ছে নেই আর
এদের সাথে বাঁচার।


শেষকৃত্য করে আমার
কর উদ্ধার ভাই
জীবন যারা করল নরক
বিচার তাদের চাই।