এসো সবাই একটি চারা লাগাই মরুভূমি প্রান্তরে
সকল আগুন নিভিয়ে ছায়ায় বুকটা দেবে ভরে।
বন্ধুত্ব করবে মেঘের সাথে আনবে ডেকে বৃষ্টি
রুক্ষ অনুর্বর রইবে না আর করবে নতুন সৃষ্টি।
শ্বেত পারাবত বসবে এসে বার্তা দিতে তাঁর
মিলেমিশে থাকো সবাই করো না লড়াই আর।
ঐ চারাগাছ মহীরুহ হলে পাব তাঁর আশ্রয়
মানবতা হোক প্রস্ফুটিত দূর হোক সব ভয়।
এসো সিঞ্চনে হই নিয়োজিত ওকে বাঁচাতেই হবে
আমাদের এই সফলতায় আগামী প্রজন্ম বেঁচে রবে।
বন্ধুরা তাই দেরী নয় আর কর নিজ নিয়োজন
সৃষ্টি যজ্ঞে এই দায়িত্ব পালন অতি প্রয়োজন।