এড়িয়ে চলার চেষ্টা করি জড়িয়ে তবু ধরে
শাড়ির ভাঁজে চোরকাঁটা ঠিক চলেই আসে ঘরে।
আসা যাওয়ার পথে এখন চোরকাঁটাদের রাজ
জড়িয়ে ধরা ছাড়া তাদের নেই কোন আর কাজ।


বিকাল হতেই হাওয়া হঠাৎ পাগল হয়ে উঠে
সুযোগ পেলেই ঠোঁটখানা তার চায় ছোঁয়াতে ঠোঁটে।
বুকের কাপড় উড়িয়ে সে হেসেই কুটি কুটি
চুপিচুপি সে নিতে চায় হৃদয় আমার লুটি।


ফুলের শাঁখে ফুল ফোটে আর পাখিরা গায় গান
তাদের বুকে জমে আছে অনেক অভিমান।
শুধায় তারা চুপিচুপি ভুলেই ছিলে তবে
অভাগাদের ইচ্ছা কোন দিন কি পূরণ হবে?


মনের কথা কইতে নারি চুপ থাকি গো তাই
চাও নাকি ওই চোরকাঁটাদের মতন হয়ে যাই।
ভাল হত চোরকাঁটাদের মত জীবন হলে
তোমার আঁচল ধরে যেতাম তোমার ঘরে চলে।


সবাই কেন এমন করে জ্বালায় বুঝি না তা
মনের কথা পড়ে না কেউ উল্টে হৃদয় খাতা।
কারো কথার জবাব দেওয়া হয় না যে আর তাই
বলতে পার কজন রাখে মনের খবর ভাই।


টকটকে লাল সূর্য সিন্দুর গোলায় নদীর জলে
যেমন ভাবে আসে সে যায় তেমন ভাবেই চলে।
হৃদয় দিয়ে কাঙাল কে হয় রাখে না তার খোঁজ
নদীর বুকে চরা জাগে আর ডুবেও যায় তা রোজ।