জানালাটা খোলা ছিল
               ঢুকে গেল সে ফাঁকে
নেই কোন পালোয়ান
              আটকায় যে তাকে।
অবাধ প্রবেশ তার
              কোন বাঁধা মানে না
সবাই আপন তার
               পর বলে ভাবে না।
গরমেতে হাঁসফাঁস
               দেয় প্রাণ জুড়িয়ে
অতি বেগে ঝড়ে এসে
                নিতে চায় উড়িয়ে।
ধনী কি বা নির্ধন
                সকলেরই তাকে চাই
তার কাছে ছোট বড়
                কোন ভেদাভেদ নাই।
দেখা নাহি যায় তারে
                 শুধু অনুভব হয়
জানি তার কৃপাতেই
                 প্রাণীকূল বেঁচে রয়।
পরিচয় বাকী তার
                  রয়ে গেল নাকি আর
খুলে দাও জানালাটা
                  তাকে খুবই দরকার।