ছোট্ট খোকা ছাড়বে না আজ আর
ইচ্ছে হয়েছে ঘোরাবে মাকে তার।
সকাল হওয়ার আগেই মা রোজ ওঠে
তখন থেকেই সে তার কাজে জোটে।
একটার পর একটা সে কাজ করে
কাজ করে সে সারাটি দিন ধরে।
শরীর বেয়ে ঝরে পড়ে মা'র ঘাম
তবুও চায় না সে নিতে বিশ্রাম।
দিন শেষ হয়ে সূর্যটা যায় অস্ত
মা থাকে তবু কাজ নিয়ে তার ব্যস্ত।
খোকা এসে মা'র হাতখানি ধরে বলে
ঘর ছেড়ে চলো দুইজনে যাই চলে।
তাকিয়ে দেখবে আকাশ কেমন নীল
দেখবে পদ্মফুলে ভরা খাল বিল।
দেখবে কেমন ফড়িং, প্রজাপতি ওড়ে
তুমিও উড়বে পাখা মেলে প্রাণ ভরে।
ঘাড় গুঁজে কাজ করলে জীবন ভর
তবু অগোছালো পড়ে আছে ঘর দোর।
ধরো তাই হাত চলো যাই ঘুরে আসি
খুশি হবে তুমি ফিরে পাবে মুখে হাসি।