খুকুমণি সোনার খনি
হাসলে সোনা ঝরে
খুকুমণি জাগলে পরে
খুশিতে ঘর ভরে।


হাসি ছাড়া খুকুর মুখে
নেই কখনো কান্না
খুকুমণি হাসলে ঝরে
মুক্তো হীরে পান্না।


সবার কোলে খুকু দোলে
সবার চোখের মণি
ঠোঁট ফোলালে দুধের বাটী
হাসলে পরে ননী।


বড় হয়ে খুকুমণি
যাবে পরের ঘরে
হেসে খেলে কাটুক এখন
সেসব হবে পরে।