বদলে গেছে দিন বদলে
     কতই কি না ভাই
পাঠের শুরুতে এখনও
     সহজ পাঠই চাই।


   নিত্য সকাল মুখরিত
      তোমারই সঙ্গীতে
কেউ পারেনি সেই জায়গার
      দখল আজও নিতে।


যখন সবাই সাথ ছেড়ে যায়
        তুমি পাশেই রও        
শুনি কানে তোমার বাণী      
      একলা চলো কও।


চলার সাহস যোগাও তুমি
    দুঃখে, ভয়ে, শোকে
সকল আঁধার ঘোচাও তুমি
   পথ খুঁজে পাই চোখে।


সর্বজনে পায় ভরসা
   তুমিই সবার ঠাঁই
তোমার চরণ ছুঁয়ে শরণ
    চাই পেতে সবাই।


পঁচিশে বৈশাখ মহান ক্ষণ
     স্মরণ করার দিন
শ্রদ্ধা সুমনে রবিরে প্রণাম
     কবির জন্মদিন।