(১)
ব্লু হোয়েল


ব্লু হোয়েলে আঘাত হেনে
নিচ্ছে কেড়ে প্রাণ
ভাল মন্দ বুঝতে শেখো
সবাই হও সাবধান।


যে খেলাতে প্রাণ দিতে হয়
তারে কি খেলা কয়?
প্রাণ দিলে দাও দশের তরে
এমন খেলায় নয়।
(২)
কসাই


যারা পশু মেরে বিক্রি করে
তাদের কসাই কয়
যারা মানুষ মারে নির্বিচারে
তারা কি কসাই নয়।


মায়ানমারে কসাই ছাড়া
কেউ নেই ঐ দেশে
মানুষগুলো চায় বাঁচতে
বাংলাদেশে এসে।
(৩)
বিশ্বাস


এসো হাতে হাত ধরি
মিলে মিশে কাজ করি
ভাল পথ ধরে চলি
ভাল কথা যেন বলি
এসো করি মন সাফ
দূর হয়ে যাক পাপ
কেন মিছে করো ভয়
বিশ্বাসে হবে জয়।
(৪)
মনে রেখো


পড়াশুনা খেলাধুলা হবে সব করতে
বুদ্ধির সাথে হবে স্বাস্থ্যটা গড়তে।
মজবুত ভীত ছাড়া বাড়ি যদি গড়া হয়
দুম করে ভেঙে পড়া ছাড়া গতি নাহি রয়।
গাছের শিকড় যদি না ঢোকে গভীরে
ঝড় এলে উপড়ে সে গাছ পড়ে অচিরে।
পৃথিবীর মলিনতা ধুয়ে যায় বন্যায়
এসো করি পণ, নাহি দিব ঠাঁই অন্যায়।
(৫)
রাগারাগি


লড়াই করে দুই যুযুধান
ভারত পাকিস্তান
মধ্যে পড়ে যাচ্ছে শুধু
আম জনতার প্রাণ।


এক কালে তো একই ছিল
যেই হল দুই ভাগ
একে অন্যের মুখ দেখে না
তাদের ভীষণ রাগ।
(৬)
শরত এসেছে


বর্ষা তোমার সময় হয়েছে
এবার ফিরে যাওয়ার
শরৎ আসার খবর এনেছে
পরশ হিমেল হাওয়ার।


বর্ষার জলে অনেক ভেসেছি
এবার বর্ষা যাও
শরৎ এসেছে। কোন অধিকারে
এখনও থাকতে চাও।
(৭)
রোহিঙ্গা বধে সুচি


শান্তির পূজা করবে বলে পেয়েছ নোবেল সুচি
রোহিঙ্গাদের মারতে তোমার হয় কি করে রুচি?
শান্তি নোবেল তবে দেওয়ার রইল না তো অর্থ
রোহিঙ্গাদের আর্তি শ্রবনে হয়েছ তুমি ব্যর্থ।
আর মেরো না রোহিঙ্গাদের নাও ফিরিয়ে দেশে
খেলছ হোলি রোহিঙ্গাদের রক্তে অবশেষে!