ইচ্ছে হল লিখে ফেলার একখানা কবিতা
ছুটে গিয়ে কলম নিয়ে খুলে বসলাম খাতা।
জানলা খুলে দিতেই এল হাওয়া
ভুলে গেলাম কি ছিল আমার চাওয়া।
জড়িয়ে ধরে এসে আলস্যতা
বলে, "রাখ, তোমার আদিখ্যেতা"।
উঠতে থাকে হাইয়ের পরে হাই
আমি বলি,"বল তোর কি চাই?"
ততক্ষণে দুচোখ জুড়ে ঘুম এসেছে নেমে
বলে,"আমায় ভুলে শেষে পড়েছ কার প্রেমে?"
ওসব কথা শোনার সময় তখন আমার নাই
এক মনে একখানা কবিতা লিখতে শুধু চাই।
পাতার পরে পাতা লিখে খাতা ভরে ফেলি
হঠাৎ মায়ের ডাকে জেগে দেখি দু চোখ মেলি
সামনে খাতা পড়ে আছে এক্কেবারে সাদা
কবিতা লেখা সহজ যে নয় বুঝলাম তা দাদা।