বাঁচার রসদ জুগিয়ে কবিতা করেছ আমারে ঋণী
আমার জীবনে তোমার অবদান ভুলব না কোন দিনই।
তুমিই আমার বাঁচার মন্ত্র তুমি জীবনের লক্ষ্য
সর্বদা চাই তোমাকে আমার শুক্ল বা কৃষ্ণ পক্ষ।
তুমি যদি আস মরা নদীটা আবার জোয়ারে ভাসবে
মেঘ সরিয়ে নীল আকাশটা প্রাণ খুলে ফের হাসবে।
ধবল বলাকা ডানা মেলে আর করে না উড্ডয়ন
ব্যাকুল নয়নে করে প্রতীক্ষা কবে হবে তব আগমন।
ঈশান কোনে মেঘ এসে করে জমায়েত চুপি চুপি
চৌকিদার আর ভরসার নয় সে ও করে কারচুপি।
এই অসময়ে বড় প্রয়োজন তোমাকে পাশেতে চাই আন্দোলন হোক উড়ে যাক সব জঞ্জাল যত ছাই।
তোমার বিদ্রোহী স্বভাবের কথা আজ সকলেরই জানা
গতি দাও এসে অগ্রভাগে অনুরোধে করো না মানা।
গৃহযুদ্ধে মেতেছে আজকে সৎ ও অসৎ ভাই
এ বিবাদ মিটিয়ে শান্তি ফেরাতে কবিতা তোমাকে চাই।