ওই  দেখ কে  যাচ্ছে চলে
কান্নার উঠে রোল
সহযাত্রীরা বিষন্ন মনে
বলছে 'হরি বোল'।
বুক ফেটে যায় বিয়োগ ব্যথায়
সব মিছে মনে হয়
যতই করি আপন আপন
আপন তো কেউ নয়।


আপন হলে যায় কি চলে
একলা কভু ফেলে
হাজার ডাকেও একটি বারও
দেখে না চোখ মেলে।
কেন ধরেছিল হাতখানা তবে
দেয় না জবাব তার
স্বপ্নের বীজে বোনা চারাগুলো
পুড়ে হয় ছারখার।


হাসি কান্নার জোয়ার ভাঁটা
এড়াতে পারে না কেউ
অচানক সব হাসি মুছে দিতে
আসে কান্নার ঢেউ।
তবুও চলে জীবন নদী
সে তার নিয়ম মত
বুকের গভীর ক্ষত সেরে উঠে
যা সারবে না মনে হত।


ক্ষত সেরে যায় কিন্তু  ক্ষতের
দাগ চিরকাল থাকে
কার আছে ক্ষমতা যে মিটাতে পারে
ক্ষতের সে দাগটাকে।
কাঁদি না এখন হাসছি আবার
সে ভালবাসত হাসি
ভুলতে পারি না কিছুতেই তাকে
আজও তাকে ভালবাসি।