অফিস টাইম, ট্রেনেতে ভিড়, চড়া সহজ নয়
এমন ট্রেনেই চড়ে রোজই অফিসে যেতে হয়।
পারব কি না উঠতে ট্রেনে সবাই ভাবে মনে
অধীর হয়ে ভাবে সে ট্রেন আসবে কতক্ষণে।
যে উঠে যায় সে ভাবে তার ভাগ্য সুপ্রসন্ন
কেউ ঝুলে যায় ট্রেনের গেটে, হাত হয় অবসন্ন।
ট্রেনের ভিতর থাকেন যারা, সদয় তারা হলে
বলে,"দাদা, ঝুলবেন না, ভিতরে আসুন চলে।"
কেউ কেউ আবার প্ল্যটফর্মেই ঠায় দাড়িয়ে রয়
ভাবে যদি পরের ট্রেনে ভীড় কিছু কম হয়।
ভীড় কমে না,ভীড় সে আরও ক্রমেই বড়ে চলে
ছাড়বে না বস, বকবে ঠিকই, আজকে দেরি হলে।
ভাবি এবার উঠতে  হবে, হোক সে যেমন করে
যেতেই হবে অফিসেতে, যাব না ফিরে ঘরে।
প্রাইভেট ফার্ম, মালিক বলে,কথা শুনতে চাই না
একদিন না গেলেই কাটা একটি দিনের মাইনা।
লাগিয়ে তাকত পরের ট্রেনে উঠি ঠেলে ঠুলে
হয় না ঢোকা ট্রেনের ভিতর, যাই গেটেতেই ঝুলে।
হে ভগবান,রক্ষা কোরো না যেন যাই মরে
এমনি ভাবে অফিসে যাই ফি দিন ট্রেনে করে।