কোথায় গেলি সবাই তোরা
                    দৌড়ে ছুটে আয়
             বোধ হয় খোকাবাবু কিছু
                          চাইছে ইশারায়।


খোকার কথা বোঝে এমন
                   সাধ্য আছে কার
        মার মত নেই দোভাষী কেউ
                      তার কাছেতে আর।


ভেবে ভেবে একসা সবাই
               কেন করে চিৎকার
          মুখ ফুটে সে বলে না কিছু
                        কি তার দরকার।


মা এসে কয় আমার সোনার
                    লেগেছে খিদে ভাই
            মুখে দিলে দুধ দেখবে তখন
                         চেঁচামেচি আর নাই।