মা কি তুমি সব ভুলেছ
কোথায় গেলে চলে
বলতে, কোথাও হয় না যেতে
কক্ষনো না বলে।


না বলে কয়ে কেন তাহলে
চুপচাপ চলে গেলে
হাজার ডাকেও দিলে না সাড়া
দেখলে না চোখ মেলে।


রাগ যদি হয় আমায় ধরে
যত খুশি মারো
সন্তান আমি মাগো তোমার
মারতে তুমি পার।


কে আমাকে দেবে খেতে
মাখিয়ে মুখে ভাত
দেখলে উদাস কে এসে এখন
রাখবে পিঠে হাত।


থাকতে তুমি শুয়ে বিছানায়
এখন সবই শূন্য
চরণ তলে ঠাঁই দাও মা
নিই কুঁড়িয়ে পুণ্য।