মাগো আমায় একটি কথা
      বলতে তুমি পার
ছোট বলে যখন তখন
    কেন আমায় মার।


কারো উপর রাগ যদি হয়
      মার আমায় ধরে
  বলতে পার কেন মার
    আমায় অমন করে।


সব কথা তো মেনে চলি
     করিনে অমান্য
ছোট মানুষ ভুল যদি হয়
  মারবে কি তার জন্য।


সকাল বেলায় ঘুম ভাঙিয়ে
      পাtঠাও ইস্কুলেতে
চোখে থাকে ঘুম জড়িয়ে
     তাই চাই নে যেতে।


   অমনি তুমি দু-কান ধরে
      দাও জোরসে মলে
দেখো না যে আমার দু চোখ
      যাচ্ছে ভেসে জলে।


চাও কেন মা কেড়ে নিতে
    আমার ছোটবেলা
চাও না কেন পড়া ফেলে
    একটু করি খেলা।


তোমার মনে পড়ে কি মা
   তোমার ছোটবেলা
একটু ভেবে বল দেখি
  খেলতে কি না খেলা।


তোমার ছোটবেলা যখন
     আমার বেলা হয়
তখন তো মা বদলে যাওয়া
    মোট্টেও ঠিক নয়।