মানুষ চেনা, মানুষ বোঝা কাজটা সোজা নয়
লক্ষ বিচার করেও মানুষ চিনতে যে ভুল হয়।
কেউ দেখতে ভাল মানুষ, মিষ্টি কথা বলে
যার কথাতে নিমেষেতে হৃদয়টা যায় গলে।
কি আছে তার হৃদয়েতে কেউ কি জানো ভাই
মানুষ চেনা কাজের চেয়ে কঠিন কাজ আর নাই।
কেউ কদাকার চেহারাতে মনটা সরল তার
ধূর্ত লোকেদের তো আবার দারুন ব্যবহার।
সত্যি কথা বললে লোকে বলে সে ঠোঁট কাটা
কথা শুনেই লোকেরা লাগায় উল্টো দিকে হাঁটা।
ছল চাতুরির বিদ্যা জানা লোকেরা কাড়ে মন
যাবে না চেনা তাদের হাতে ঠকছ যতক্ষণ।
কেউ চেনে সুসময় এলে অসময়ে নয়
দুনিয়াতে খোলা মনের মানুষ কমই হয়।
মানুষ থাকে মুখোশ পরে চেনার উপায় নাই
সঠিক মানুষ খুঁজে পাওয়া কাজটা কঠিন ভাই।