হে মাতৃভূমি, বল তুমি কার?
পুরুষের নয়? শুধু মহিলার?
অধিকার নিয়ে এত কাড়াকাড়ি
যাচ্ছে যে হয়ে বেশ বাড়াবাড়ি,
আখেরে হচ্ছে ক্ষতি
গুবরে পোকার উল্লাসে জেগে
             উঠল কি দুর্মতি।
দিচ্ছে সবাই আজ ধিক্কার
এ তো নয় মানুষের ব্যবহার
সভ্যতা কলঙ্কিত
লজ্জায় মাথা নত।
ভেদ নেই কোন নারী ও পুরুষে
এই কথা জানে সকল মানুষে
নারী ও পুরুষ সবাই সমান
একই মায়ের তারা সন্তান
মিলেমিশে বাস করে
এমনকি হল তাদের বিবাদ
মরিয়া মারিতে যেন উন্মাদ
শুধু অধিকার তরে?
নিত্য যাদের সহাবস্থান
হারিয়ে তারা কি সহসাই  জ্ঞান
হয়েছে মত্ত রনে
একে অপরের সনে।
প্রস্তুত নহে কেহ শুনিতে বারণ
উভয়েই রনমূর্তি করিয়া ধারণ
প্রানসংহার করিবার করে পন,
সম্মুখসমরে নারী ও পুরুষে
আজ বুঝি মহা রণ।
সংযত হও হে নারী,পুরুষ
জাগুক আবার তোমাদের হুশ
হানাহানি আর নয়
থেকো,একে অপরের হৃদয়েতে
দুঃখ সে হোক কিংবা খুশিতে
হৃদয়কে করে জয়।