একদিন আমি যাব মেঘেদের দেশে
দেখব কেমন করে চলে মেঘ ভেসে।
উড়ে উড়ে ভেসে ভেসে ওরা কোথা যায়
কত আঁকিবুকি খেলে আকাশের গায়।
বলে না ওদের কেউ যেতে স্কুলে
বকে না ওদের কেউ পড়া গেলে ভুলে।
ঘরেতে না যদি ফেরে ওরা সন্ধ্যায়
কেউ ওদের ডাকে না তো আয় চলে আয়।
দূর থেকে বহুদূরে যায় ওরা উড়ে
আবার আকাশ ঢাকে মেঘে মেঘে জুড়ে।
যত খুশি ওরা খেলে যেথা খুশি যায়
তাইতো মেঘের দেশে মন যেতে চায়