তুই নেই আর তবু জানালায় চোখ রেখে চেয়ে থাকি
ভাবিনি কখনো এই ভাবে তুই চলে যাবি দিয়ে ফাঁকি।
সাধের স্বপ্ন গুলো ধুয়ে যায় আজকে চোখের জলে
কোন অভিমানে বল দেখি তুই এই ভাবে গেলি চলে।
নদীর ঢেউয়েতে পাড় ভাঙে তার আমার ভেঙেছে বুক
এমনি করেই বুঝি হিসেবেতে হয়ে যায় ভুল চুক।
বসে বসে গাঁথা মালাখানা আজ রেকাবে আছে পড়ে
স্বপ্নের জালে বোনা বাসাখানা ভাঙল নিমেষে ঝড়ে।
কোথায় এখন আছিস আমায় পারলে খবর দিস
তোর কথা মনে পড়ে সারাক্ষণ তোকে করি বড় মিস।
বুঝেও আমার মন কিছুতেই এ কথা বুঝতে চায় না
যে চলে যায় তারে কক্ষনো আর খুঁজে পাওয়া যায় না।