বৃষ্টি এল ঝমঝমিয়ে
ভিজিয়ে দেবে বলে
বংশি হাতে তখন বসে
ছিলাম তরুতলে।
ভাবছি যখন যাই পালিয়ে
কি করে আর রই
ঠিক তখনি শরণ নিতে
সেথায় এল সই।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে
হুঁশ তখন আর নাই
সইকে বলি "একটি কথা
বলতে তোকে চাই"।
তোর বাড়ি সই কোন গাঁয়েতে
সেই কথা যা বলে
সময় পেলে দেখবি যাব
তোর গাঁয়েতে চলে।
বিকেল হলেই উড়ু উড়ু
মন বসে না ঘরে
তোর সাথে আজ দেখা হল
অনেকদিনের পরে।
সময় পেলে আসিস চলে
বৃষ্টি ঝরা রাতে
জানবি তখন থাকব চেয়ে
তোরই অপেক্ষাতে।