গভীর রাত্রি,বুটের আওয়াজ সৈনিক নেই থেমে
কে জানে কখন,কোথায় জঙ্গী হামলা আসবে নেমে।
ঘুম নেই তাই ওদের চোখেতে জেগে থাকে সারা রাত
যে চাইবে শান্তি বিঘ্ন ঘটাতে তার ভেঙে দেবে বিষ দাঁত।
দিতে হলে প্রাণ তাই দিতে রাজি দেশ রক্ষার তরে  
নিয়েছে শপথ, ওরা মৃত্যুকে থোড়াই কেয়ার করে।
সন্তর্পণে করে পদচারণা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে
শত্রু পাবে না রেহাই, এলাকা দখল করতে এলে।  
মনের দুয়ারে স্মৃতি মাঝেমাঝে এসে দিয়ে যায় নাড়া
প্রিয়া অভিমান করে এই ভেবে,কেন সে দেয় না সাড়া।  
মাঝেমাঝে মন বিব্রত হয় বাবা, মা'র ফোন এলে
বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে আয় চেয়ে আছি চোখ মেলে।  
সময় কোথায় ছুটিতে যাওয়ার জঙ্গী ঢুকেছে ঘরে
এমন সময় বল দেখি যাই ছুটিতে কেমন করে।
শরীরে পরেছি জ্যাকেট প্রুফ আর হেলমেট শিরে
এসেছে বাঘের ডেরাতে শিকার যেতে পারবে না ফিরে।
হয়েছে জঙ্গী নিধন যজ্ঞ তাহে আহুতি দিয়েছে নিরঞ্জন
তার সান্ত্বনা করতে পারেনি কোন ক্ষতি দুশমন।
সে দিয়েছে প্রাণ আরও ছয় জন সব মিলে সাত মোট
স্বস্তির শ্বাস ফেলছে সবাই হাসছে পাঠানকোট।
শেষ করে ওরা ওদের মিশন ছুটি নিয়ে ফেরে ঘরে
মহান ভারত ওদের শ্রদ্ধা জানাতে স্যালুট করে।