এসো এসো সবাই এসো
   দেখবে এসো হাসি
দৌড়ে আসে দেখবে বলে
    ঠাম্মা পিসি মাসি।


দাঁত নেই তাও খিলখিলিয়ে
      হাসে কেমন করে
  দেখলে অমন মধুর হাসি
     নিমেষে প্রাণ ভরে।


    এমন মিষ্টি হাসি পাওয়া
      যায় না কোথাও আর
  চাঁদ এসে টিপ পরিয়ে যায়
       কপালে রোজ তার।


ফোঁকলা দাঁতের এমন হাসির
         তুলনা ভাই নাই
    তার হাসিতে যাদু আছে
          মেনেছে সবাই।


  তার হাসিতে ঝরে পড়ে
       মুক্তা রাশি রাশি
হাসির টানে তার কাছেতে
      সবাই ছুটে আসি।