সবার এখন কানে হেডফোন
      আর মোবাইল হাতে
দেখতে পাবে যাও যেখানে
      দিনে বা হোক রাতে।


   কয় না কথা কারো সাথে
       ঘাটতে থাকে ফোন
হুশ থাকে না কেটে যে যায়
           সময় কতক্ষণ।


সবাই পাশাপাশি থেকেও
     রয় যদি চুপ করে
বুঝবে ওদের ধরেছে ঠিক
     মোবাইলের জ্বরে।


সত্যিকারের জ্বর হলে তা
     ওষুধে ঠিক হয়
মোবাইলের জ্বর যদি হয়
   ঠিক তা হওয়ার নয়।


থেকো সাবধান সব্বাই তাই
      মোবাইলের থেকে
কানে হেডফোন না গুজে ভাই
      চলো পথঘাট দেখে।


মোবাইলের প্রেমে পড়ে
      যাচ্ছে কত প্রাণ
জানবে সবই মোবাইল জ্বর
   থেকো তাই সাবধান।