দিতে যদি না চাও
তবে নিতে পারব না কেড়ে
হাজার জোরাজুরি করে
জিতব না যাব হেরে।
বলপূর্বক সকল কিছু
কেড়ে কি নেওয়া যায়
ধন কেড়ে নেওয়া যেতে পারে
তবে মনের হদিস কি পাওয়া যায়?
মন যেন এক নদীর মত
জোয়ার ভাঁটা খেলে
মেঘ দেখলেই সে হয় ময়ূর
নাচে পেখম মেলে।
কখনো কঠোর বজ্র সমান
আবার সে মখমল
মন মন্থনে উত্থিত হয় অমৃত
আর কভু হলাহল।
মনের সাথে মনের মিলন
ঘটে যদি একবার
সঙ্গমে এসে সব ধারা মিলে
হয়ে যায় একাকার।
মনের মত মানুষ খুঁজে
সবাই বেড়ায় তাই
যে পায় না সে কয় ভবে
তেমন মানুষ নাই।