মন লাগে না কোন কাজে
চাই না ঘরে থাকতে
লাগামছাড়া মনটা ছোটে
চাইলে ধরে রাখতে।
যতই বোঝাই মনকে ততই
অবুঝ হয়ে উঠে
থামতে বলি মনকে যখন
পাল্লা দিয়ে ছোটে।
ভাবি তাকে রাখব বেঁধে
পাইনে নাগাল তার
মনকে বাঁধার সেই ক্ষমতা
পেলাম কোথায় আর।
যা নয় আমার মনটা বলে
ওটা আমার চাই
এসব কথা কাউকে খুলে
যায় কি বলা ভাই।
তবু অবুঝ মনকে নিয়ে
বাস করে যাই আমি
ঘরটা হল আমার তবু
নই তো গৃহস্বামী।