মৌমাছি মৌমাছি  গাও তুমি গান
গুন গুন সুরে তোল সুমধুর তান।
ফুল থেকে ফুলে ঘুরে খাও মধু খুঁজে
সেই ফুলে বসো গিয়ে মধু আছ বুঝে।
ফুল থেকে মধু নিয়ে বাঁধ মৌচাক
মিলে মিশে কাজ কর বেঁধে সব ঝাঁক।
দূর থেকে দূরে যাও ডানা মেলে দিয়ে
উড়ে চল ভাই সব মোরে সাথে নিয়ে।
মৌচাকে কেউ যদি লোভে হানা হানে
হুল বিঁধে দাও তারে, ছুটে তার পানে।
কাজ কর দল বেঁধে লাগে তাই ভাল
তোমাদের সাথে মোরে উড়ে নিয়ে চল।