এবার আমরা সামিল হব মৃত্যুর মিছিলেতে
কারো খাবার উদ্বৃত্ত আর কেউ পাচ্ছে না খেতে।


ক্ষুধার আগুন জ্বলছে জঠরে
       সব লজ্জাকে তাই ত্যাগ করে
রাজপথে এসে জনতার দ্বারে দাড়িয়েছি হাত পেতে
কেউ পাশ কেটে হেঁটে চলে যায়
       কেউ বলে নেই হাঁটার উপায়
ভিখারীগুলোর জন্য এবার যেতে হবে গাড়ি চেপে।


আমরা আসিনি ভিনগ্রহ থেকে
         তবে কেন ওরা আমাদের দেখে
ভাবখানা করে এমন আমরা সমাজের কেউ নয়
সভা সমিতিতে বড় বড় কথা
            সে সব তাহলে শুধুই ভণিতা
আজ প্রকাশ্য দিবালোকে তার পাওয়া গেল পরিচয়।


শুনি তোমরাই ভাগ্য বিধাতা
            হৃদয়েতে নাকি কত উদারতা
যখন তখন আওড়াতে শুনি স্বামীজির বাণী মুখে
তোমাদের প্রতি রেখেছি আস্থা
            বেঁচে থাকি তার কর ব্যবস্থা
পরনে বসন উদরে অন্ন পেলে থাকি মহা সুখে।


তোমরা নিত্য কর ভূরি ভোজ
         ভেবোনা রাখি না সে সবের খোঁজ
এবার উদরে লেগেছে আগুন থাকব না চুপ আর
এত ভূরি ভোজ আসে কোথা থেকে,হিসেবটা নেব তার।
আছে সারমেয় তোমাদের ঘরে
             তারা রোজ পায় খেতে পেট ভরে
দেখ না আমরা ক্ষিদের জ্বালায় মরি ছটফট করে।


তোমাদের হয় খাবার উদ্বৃত্ত
              পায় না খাবার ঘরের ভৃত্য
উদ্বৃত্ত খাবার পড়ে উপচিয়ে ডাস্টবিন ভরে গিয়ে।
এই নাটকের যবনিকাপাত হতে নেই দেরি আর
মৃত্যু মিছিলে সামিল আমরা কেড়ে নেব অধিকার।