চুপিচুপি দুপুরে
ডেকে বলি গুপুরে
চল পড়ি বেরিয়ে
গ্রামটাকে পেরিয়ে
বহুদূরে চলে যাই
যেথা কোন মানা নাই।
খোলা মাঠে ছোটাছুটি
মাছ ধরি চেলা, পুঁটি
ফড়িংয়ের পিছে ধাওয়া
যত দূর যায় যাওয়া
যদি উঠি হাঁফিয়ে
ছোট নদী ঝাঁপিয়ে
চলে যাব ওপারে
কি মজা আহা রে।
যাব আজ হারিয়ে
সীমানাটা ছাড়িয়ে
ঐ উপরে নীল আকাশ
পা'র নীচে কচি ঘাস
চুপচাপ চলে আয়
যদি কেউ সাড়া পায়
হবে না তো যাওয়া আর
খেতে হবে খুব মার।
চলে আয় তাড়াতাড়ি
থাকব না আর বাড়ি
তেড়ে এলে কুকুরে
ঝাঁপ দেব পুকুরে
করে যদি ঘেউ ঘেউ
ফেলবেই দেখে কেউ
শুয়ে আছে বাবা ঘরে
মা বসে বই পড়ে।
এরকম সুযোগ আর
আসবে না বার বার
ঘরে নেই কোন খেলা
পড়া শুধু সারাবেলা
ভাল কারো লাগে নাকি
তাই আজ দিয়ে ফাঁকি
চলে যেতে মন চায়
হয়ে বড় নিরুপায়।
গুপু বলে নয় আর
কেড়ে নেব অধিকার
ভিরু পলায়ন করে
না পালিয়ে রব ঘরে
বাবা মাকে বলব
কথা মেনে চলব
দিও নাকো কানে তুলো
আমাদের কথাগুলো
যদি শোন তাহলে
আর যাব না চলে
কি হয় দেখা যাক
যাওয়া মুলতুবি থাক।