ওরা নব জাতক, ওরা নিঃসহায়
ওরা আগামী দিনের ভবিষ্যৎ।
ওদের প্রতি নেমে এসেছে
   নির্মম অমানবিকতার কুঠারাঘাত।    
নরাধমেরা ভাবে না ওদের কথা
বুঝেও বোঝে না ওদের ব্যথা
চিরকাল এই ভাবে
আরও কতদিন যাবে
নব নব কত পরিকল্পনা
তবু নবজাতকদের বেচাকেনা কেন বন্ধ হচ্ছে না....
ওদের নিয়ে এ ভাবে খেলো না আর
ওদের জীবন থেকে কবে দূর হবে অন্ধকার
উত্তর চাই তার
ভবিষ্যৎকে গলা টিপে মারার কে দিয়েছে অধিকার
অবহেলায় অনেক সময় গিয়েছে পেরিয়ে
ওদের একটু হেসে, খেলে, বেড়ে উঠতে দাও
দূর হোক সব অন্ধকার
ওদের জীবনে প্রতিষ্ঠিত হোক
এই সামান্য মৌলিক অধিকার।