আজকে তোমার জন্মদিন
সবাই করি স্মরণ
বিনম্র চিত্তে তোমার ছবিতে
স্পর্শ করি চরণ।


তুমি নেই তোমার উদাত্তকণ্ঠ
বাতাসেতে ভেসে ফেরে
চেয়েছিলে তুমি সাম্প্রদায়িকতাকে
জীবদ্দশায় যাবে মেরে।


সাম্প্রদায়িকতা বড়ই হিংস্র
বেশ তুমি বুঝেছিলে
এক বৃন্তে তাই দুটি কুসুমকে
ফোটাতে যে চেয়েছিলে।


থেমে গেছে অগ্নিবীণার ঝংকার
বাজে না বিষের বাশী
কুটিল সন্দেহের অনুপ্রবেশ ঘটেছে
লুট হয়ে গেছে হাসি।


কুসুম বৃক্ষ কোথায় এখন
অগাছাদের ছড়াছড়ি
ক্ষমা করে দাও হে নজরুল  
তোমার চরণে পড়ি।