আজকে তুমি ফুল এনে হাতে দিলে
তোমার বুকের কাছে জোর করে টেনে নিলে
যে কথা শোনালে কপালে উঠল চোখ
আমি নাকি তোমার সব চেয়ে প্রিয় লোক।


আমার চোখের তুলনা করলে গভীর সমুদ্র নীল
আমার মুখের হাসি নাকি অনাবিল
কোন অভিপ্রায়ে যাকে রাখ পায়ে এত ভাল ব্যবহার
দ্বিধাতো করনি জীবনটা জ্বালিয়ে করে দিতে ছারখার।


নিজের বলতে কিছুই রাখিনি সব করেছি সমর্পণ
শত চেষ্টায় তবুও কখনো পাইনি তো কারো মন
মুখ বুজে সই হেসে কথা কই ভাবি সে অঙ্গীকার
মানুষ না ভেবে পণ্যের মত কেন পাই অবিচার।


আপন যারা ছিল এ জীবনে তারা দিল দূরে ঠেলে
পড়লাম এসে অকূলপাথারে সেখানে কি কূল মেলে?
পরিচয় ত্যাগ করেছি আগের মিশেছি ওদের দলে
আমার মুখেতে হাসি দেখে ওরা হিংসেয় মরে জ্বলে।


তাইতো অবাক হচ্ছি আজকে ফুল কেন এনে দিল
কেনই বা সে ও রকম করে বুকে তার টেনে নিল।
জানালাটা খুলে আশমানে চেয়ে ভাবছি সে কথা বসে
সে এসে বলল উদাস থাকতে হয় না নারী দিবসে।