নেই দেরী আর নির্বাচনের ঘণ্টা গেছে বেজে
নেতারা সব বক্তৃতা দেয় মঞ্চে সাধু সেজে।
শ্লোগান, মিছিল, জনসভায় যাচ্ছে ভেসে দেশ
দিচ্ছে অনেক প্রতিশ্রুতি নেই কোন যার শেষ।
দিকে দিকে মহোৎসবের বিরাট আয়োজন
কথা দিয়েই জিতে নিতে চাইছে সবার মন।
না যেন রয় কোন ত্রুটি তাই অতি সাবধান
গাইতে শুনি সবার মুখে নিজের জয়গান।
যা কিছু দোষ সবই ওদের নিজের কিছুই নয়
সামনেতে ভোট, যেন তেন পাওয়া যে চাই জয়।
সমস্যায় দেশ জর্জরিত, কি তার সমাধান?
ও সব ভাবার সময় কোথায়, জেতাই যে ধ্যান জ্ঞান।
জিতব ভোটে মন্ত্রী হব, একটা কথাই জানা
মরছি দোরে দোরে ঘুরে, বুঝে নেবই ষোলোআনা।