মাগো, একি জ্বালা কান ঝালাপালা
মুশকিলে আসা ঘুমটা যাচ্ছে উড়ে
কত লোক আসে-যায় ফিরে না তাকায়
শরীরটা যেন জ্বরেতে যাচ্ছে পুড়ে।
ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিল
সুধীজন যেতে যেতে
কষ্টজর্জরিত হৃদয় হেসেছিল
সে জানে না, দু বেলা জোটে না খেতে।
সারাদিন পর রাত্তিরে জোটে
ফুটপাতে আশ্রয়
আঁধারে ঢাকা জীবনে আলোর রোশনাই
সবার জন্য নয়।
তুমি এসে ঠাঁই পেলে মণ্ডপে সঙ্গে পুত্রকন্যা
দু বেলা দু মুঠো যেন খেতে পাই দেখো মা অন্নপূর্ণা।
সাজসজ্জায় দেখছি মা তুমি নেই আর আগের মত
পরিবর্তনের ঢেউয়ের সামনে তুমিও
তবে কি হয়েছ নত।
কার্তিক, গণেশ লাম্পট্য করে প্রকাশ্য দিবালোকে
মহিষাসুরমর্দিনী, তারা আপন বলে কি
তুমি ঠুলি পরে আছ চোখে।
লক্ষ্মী,সরস্বতী সন্ত্রস্ত অসুরদের দৌরাত্ম্যে
তুমি সাহসিনী হাসতে এলে পিত্রালয়ে মর্ত্যে।
তুমি মা হয়ো না সঙ্কীর্ণমনা করি এই নিবেদন
তোমার হস্তে উচিত শিক্ষা সকলেরই প্রয়োজন।