পাখির ছানার হল ডানা
      এবার উড়ে যাবে
মা পাখি কয় শিখতে হবে
     উড়বে কেমন ভাবে।


একটু দূরে ঐ দেখা যায়
     সবুজ ঘাসের মাঠ
যাও তো দেখি সেথায় উড়ে
     নাও জীবনের পাঠ।


সামনে  খোলা মুক্ত আকাশ
    ডাকছে তোমায় আয়
মুক্তির স্বাদ হয় না পাওয়া
     যে শুধু ভয় পায়।


আসে যদি ঝড় ভয় পেয়ো না
     ভাঙতে পারে বাসা
  উদ্যম না হয় যেন কম
     হারিও না আশা।


এবার উড়ে বেড়াও গিয়ে
   সারা আকাশ জুড়ে
মনে রেখো মায়ের কথা
   যাও যেখানেই উড়ে।