একটু দাঁড়াও থাকলে সময়
          দুটো কথা যাও শুনে
কোন দোষেতে কয়লা কালো
          চুন সাদা হয় কোন গুণে?


জ্বলছে আগুন চতুর্দিকে
          পেটে আগুন লাগায় কে
রক্ত রাঙা পলাশ ফুল
           সাজায় কেন ফাগুনকে?


ধর্মতলায় এসে সাবধান
          না হলে নেই রক্ষে আর
যায় না পাওয়া ধর্ম খুঁজে
         হতে পারে পকেটমার।


লজ্জা শরম চুলোয় গেছে
          কাঁচকলা নেই সস্তা আর
গণতন্ত্রে করতে পার
          মনে যেমন ইচ্ছা যার।


ঘুমাও নাকে কি তেল দিয়ে  
          পুকুর চুরি হয় যে ভাই
সত্যি কি না পাল্টে গেছে
          চেনা শোনা জগৎটাই।