ডেকে ডেকে হলাম সারা আঁধার এল নেমে
পথ হারিয়ে গেলেই চলা কভু কি যায় থেমে?
কেউ বলে আর এগিয়ো না সামনে বিপদ ভারি
থাকুক বিপদ না এগিয়ে থামতে কি আর পারি।
বেরিয়েছি যখন পথে পথই এখন ঘর
আঁধার ভেঙে এগিয়ে যেতে আর পাইনে ডর।
থেমে যাওয়ার নাম মৃত্যু অজানা কারো নয়
না থেমে তাই এগিয়ে চলি ভয়কে করে জয়।
যে রয়েছে বসে পথের শেষে অপেক্ষাতে
এক গোছা রজনীগন্ধা চাই দিতে তার হাতে।
সেই ঠিকানা খুঁজে পেলেই হবে চলার শেষ
চির নিদ্রা তখন এলেও কাটবে সুখে বেশ।