নীল আকাশে চাঁদ উঠেছে
জ্যোৎস্না পড়ে ঝরে
ঝোপে ঝাড়ে জোনাকিরা
প্রদীপ জ্বেলে ঘোরে।


ঝিঁঝিঁ পোকার ডাক থামে না
ডেকেই তারা চলে
বর্ষাকালে মাঠ ঘাট সব
ডুবে গেছে জলে।


গান জুড়েছে ব্যাঙেরা মিলে  
ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে
তারা নাকি বৃষ্টি হলে
মাথায় ছাতা ধরে।


লাফায় তিড়িং বিড়িং করে
পঙ্গপালের দল
ফড়িং বলে “রাত যে হল
এবার ঘরে চল।