পকেটমার তো পকেট কেটে করছে পকেট ফাঁকা
সামলে রেখো পকেট সবার আছে যাদের টাকা।


কখন পকেট কেটে যে নেয় যায় না কিছুই বোঝা
সবাই ভাবে পকেটমারের  কাজটা বড়ই সোজা।


নিত্য কত পকেট কাটে হাত পাকে যে তাই
পকেটমার কে দেখে বোঝার কোন উপায় নাই।


শুধোলে কয় পকেটমার কাজটা সোজা নয়
সকল সময় থাকে মনে ধরা পড়ার ভয়।


কিল ঘুষি চড় লাথি থাপ্পড় যায় না কিছুই বাদ
ধরা পড়লে মেলে জেলে ঘানি টানার স্বাদ।


বড় ঝুঁকির কাজ যে এটা যে করে সে জানে
এ কম্ম নয়, বাঁচার মায়া থাকলে কারো প্রাণে।


ভরলে পকেট পকেটমারের রয় না খুশির সীমা
আফসোস একটাই মনেতে নেই যে জীবনবীমা।