কেন আসে ঘুম পড়তে গেলে
বলতে পারো মাগো
কারণ খুঁজে দেখ না তো
অযথা শুধু রাগো।


বইয়ের পাতা যেই না খুলি
অমনি কারা এসে
হাতটা ধরে নিয়ে যে যায়
আমায় ঘুমের দেশে।


পড়াশোনায় মন নেই আমার
তেমন কথা নয়
তুমি কি জানো ইচ্ছে আমার
চাই হতে ফার্স্ট বয়।


বই খুললে ঘোরায় মাথা
খুলি না বই তাই
সত্যি কথা বলছি মাগো
পড়তে খুবই চাই।


গলা আমার শুকিয়ে আসে
বই খুললে পরে
তাইতো মাগো জল খেতে খুব
ইচ্ছে তখন করে।


জল খেলে কম হয় টেনশন
কার নয় তা জানা
পড়তে বসে জল যদি খাই
করো না যেন মানা।


পড়ি না পড়ি পড়ার কথা
মনে খুবই রাখি
নিশ্চিন্তে থাক মা তুমি
দিইনে পড়ায় ফাঁকি।