সেইদিন আর আসবে না ফিরে
যেদিন গিয়েছে চলে
সোনার মাণিক মা'র বুক জুড়ে
খেলেছিল কোলাহলে।


মা'র কোল ছেড়ে প্রথম হাঁটার
ছবি ভাসে মা'র চোখে
ভাবেনি কখনো বুকের মাণিক
রইবে না আর বুকে।


দেখতে দেখতে খোকা বড় হল
হাঁটা হল তার শুরু
মার বড় ভয় পড়ে যাবে না তো
বুক করে দুরুদুরু।


সেই খোকা আজ সাগর পেরিয়ে
দূর দেশে গিয়ে রয়
খোকা মা'র কাছে ছোট চিরকাল
সে কি কভু বড় হয়!