গান গায় ইঁদুর হেঁসেলে বসে
কাটি কাপড়, জামা
গিন্নি মা তাই সকল সময়
মুখে ঘষেন ঝামা।


ভালবেসে বিষ খেতে দেন
মরি কি তিনি চান
কত আদর করেন তিনি
জানেন ভগবান।


বিষ শুধু নয় সঙ্গে তিনি
পাতেন যাঁতা কল
তারই পাশে যত্ন করে
বাটিতে রাখেন জল।


বিষ খেয়ে না পাই কষ্ট
চিন্তা করেন কত
দেখিনি দয়ার শরীর এমন
গিন্নি মায়ের মত।


গিন্নি মা খুব ভালবাসেন
ভাবেন রাত দিন
তাই ভাবছি প্রাণটা দিয়ে
চুকিয়ে যাব ঋণ।