মধুর ভাষা বাংলা ভাষা মাতৃ ভাষা আমার
পৃথিবীতে এমন ভাষা পাবে না খুঁজে আর।
এই ভাষাতে কথা বলে প্রাণ জুড়িয়ে যায়
এই ভাষা দেয় আমন্ত্রণ প্রাণের মাঝে আয়।
অনেক প্রাণের বিনিময়ে এ ভাষা টিকে আছে
প্রাণের চেয়েও প্রিয় ভাষা সব বাঙালীর কাছে।
এমন মধুর বাংলা ভাষা বাংলাদেশেই মেলে
চাইনে যেতে কোত্থাও তাই বাংলা মাকে ফেলে।
এমন ভাষায় কথা বলে দুঃখ ভুলে যাই
বাংলা ভাষার মত মধুর ভাষা যে আর নাই।
ভাষার জন্য প্রাণ দিতে কে দেখেছে কোথায়
সে তো শুধু বাংলা ভাষার জন্য দেখা যায়।
স্মরণ করি ভাষা শহীদ একুশে ফেব্রুয়ারি
বাঙালী হয়ে কেমন করে তাদের ভুলতে পারি।
বিশ্বের দরবারে আমার বাংলা পেয়েছে ঠাঁই
বাঙালী হয়ে জন্মেছি তাই গর্বের সীমা নাই।